Tuesday, July 12, 2022

Perverse Pleasure

Madhuja'r jonmodiney lekha kobita - Anindya Chatterjee জুলাই মাসে,
কোনও কোনও জন্মদিন আসে।
ঘরের পাশে,ভিড়ের বাসে
স্মৃতির ঘাসে,
জলোচ্ছ্বাসে জন্মদিন আসে।
এমনই এক জুলাইজাতক
কলেজস্ট্রিটের বৃষ্টিস্নাতক
তারই জন্যে শুভেচ্ছারা
ছিটিয়ে জল পাগলপারা
এখন অবশ্য বারিশধারা
শহরছাড়া…
দূরে কোথাও দূরে কোথাও
অন্য মুলুক অন্য পাড়া
তা-ও দেখি মেঘ সৃষ্টিছাড়া
টিপ করে টুপ ফেলল গালে
জন্মদিনের সাতসকালে
জন্ম নিল ইলশেগুড়ি,
জন্ম নিল জলছবিরা,
জুলাইকালে জুলাইকালে
চালের পায়েস গুনছে অতীত
অমুক সালে তমুক সালে
লংশটে,
আষাঢ়মাসেই এসব ঘটে
আরবজলের সাগরতটে
কী আষাঢ়ে গপ্পো বলো
কী আষাঢ়ে গল্প বটে
শুভ জন্মদিন মধুজা 🌿🤗❤️

No comments:

Perverse Pleasure

Madhuja'r jonmodiney lekha kobita - Anindya Chatterjee জুলাই মাসে, কোনও কোনও জন্মদিন আসে। ঘরের পাশে,ভিড়ের বাসে স্মৃতির ঘাসে, জলোচ্ছ...